ঢাকা (সন্ধ্যা ৭:২৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


শিবচরে ৭-৯ ঘন্টা বন্ধ বিদুৎ সরবরাহ;গ্রাহকদের চরম ভোগান্তি

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock রবিবার সন্ধ্যা ০৭:৪১, ২৬ সেপ্টেম্বর, ২০২১

মাদারীপুর জেলার পাঁচটি উপজেলাগুলোর মধ্যে অবকাঠামো উন্নয়ন মুখি উপজেলা হিসেবে পরিচিত শিবচর উপজেলা।

নাগরিক সুবিধা মধ্যে সবচেয়ে বড় ও আলোকিত উপজেলা ঘোষণার দাবীদার রাখে শিবচর বাসি। কিন্তু এত উন্নয়ন মুখি উপজেলাকে যেন নরডুবার মধ্যেস্নান করিয়ে দিয়েছে মাদারীপুর পল্লিবিদুৎ সমিতি।

প্রতিনিয়ত শিবচর বাসির জনদুর্ভোগ চরমে পৌঁছে দিয়েছে পল্লিবিদুৎ সমিতি। কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া ও কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পল্লিবিদুৎ ঘন্টা পর ঘন্টা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরতে হয়।

শিবচরে দেখা গেছে প্রতিনিয়ত মধ্যরাত থেকে শুরু করে প্রতিনিয়ত ৫-৬ ঘন্টা পর্যন্ত পল্লিবিদুৎতের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রহকদের। পল্লিবিদুৎতের একটি জরুরী নম্বরে থাকলেও গ্রাহকেরা ফোন করে পল্লিবিদুৎ বন্ধের বিষয়তে চাইলে ফোনটি বন্ধ পাওয়া যায় ও মাঝে মাঝে ফোন রিসিভ করলেও সঠিক কোন উত্তর পাননা পল্লিবিদুৎ গ্রাহকরা।

শিবচর উপজেলাটি ১৯ টি ইউনিয়ন, ১ টি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে। এখানে নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে,মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য ও মাননীয় চীফ হুইপ -জনাব নূর-ই-আলম চৌধুরী লিটন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ।

কিন্তু এই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে মাদারীপুর শিবচরের পল্লিবিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে জনদুর্ভোগ সৃষ্টি করছে পল্লিবিদুৎ সমিতি,এমনটাই দাবি শিবচরের পল্লিবিদ্যুৎ গ্রাহকদের।পল্লিবিদুৎ সমিতি যেমন গ্রাহকদের বিভিন্ন উপায়ে বিল অতিরিক্ত করে বিলিং পেপার তৈরি করে তেমনি গ্রাহকদের বিভিন্ন উপায়ে নানা ভাবে হয়রানিও করেন।জনগণের মিটার নগদ টাকা দিয়ে ক্রয় করে, কিন্তু বিলিং পেপার সাথে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ সহ নানা ধরনের বিল করে গ্রহকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না করে গ্রাহকদের কাজ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে পল্লিবিদুৎ ।

এ বিষয়ে শিবচর পল্লিবিদ্যুৎ দায়িত্ব প্রাপ্ত কমকর্তা মোঃ মনজুর ইসলাম (ডিজিএম) এর কাছে জানতে চাইলে তিনি দায়সারা বক্তব্য দেন,প্রতিনিয়ত মাদারীপুর থেকে আসা মেইন লাইন সমস্যা দিয়েছে,সমস্যার খোঁজ পাওয়া যাচ্ছে না,সমস্যা খুঁজে পেলে সমাধান করে লাইন চালু করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT