শিবচরে লকডাউনে কর্মহীনদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান
মীর এম ইমরান,মাদারীপুর বুধবার রাত ০৯:২১, ৭ জুলাই, ২০২১
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে মাদারীপুরের শিবচরে অসহায়, দুঃস্থ ও কর্মহীন হয়ে পড়া ১৫ হাজার ৩ শত ৫০টি পরিবার পেলো প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা উপহার।
বুধবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে শিবচরের ১৯ টি ইউনিয়নের ১৫ হাজার ৩ শত ৫০ টি পরিবারকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা উপহার সামগ্রী দেওয়া শুরু করে শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান ,মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার,উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কৃষ্ণ মালাকারসহ অন্যান্যরা।
মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ১৯ টি ইউনিয়নের ১৫ হাজার কর্মহীন পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল,২ কেজি আটা, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ টি সাবান দেয়া হয়।
শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা বলেন, শিবচর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাননীয় প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা উপহার হিসেবে গতকাল থেকে শুরু করে আজ ১৫৩৫০ টি পরিবারকে এই উপহার দেওয়া হবে। কেউ না খেয়ে থাকবে না। আমরা অসহাদের পাশে আছি।