মীর এম ইমরান,মাদারীপুর শুক্রবার রাত ০৯:৫১, ৯ জুলাই, ২০২১
এছাড়াও বহেরাতলা দক্ষিণ ও নিলখীতে বেড়েছে চোরের উপদ্রব। প্রশাসনের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগী দোকানীরা জানান, লকডাউন হওয়ার পর থেকে প্রতিদিন সকালে কয়েক ঘন্টা মুদি দোকানে বেচাকেনা করে দোকান বন্ধ রাখেন দোকানীরা।
প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে বেচাকেনা করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। শুক্রবার সকালে দোকানে এসে দেখা যায় দোকানগুলোর তালা ভাঙ্গা। দোকানের ভেতরে ক্যাশে থাকা নগদ টাকা, তেল, আটা, সাবান, কোমল পানীয়, দামী ঔষধসহ বেশ কয়েকটি পন্য নেই। সিঙ্গাপুর বাজারে ব্যবসায়ী দোকানীদের অভিযোগ ৩টি দোকান থেকে মালামাল সহ নগদ টাকার পরিমাণ প্রায় ২লক্ষ টাকার মত চুরি করে নিয়ে গেছে চোরচক্র।