মীর এম ইমরান,মাদারীপুর রবিবার বিকেল ০৫:২৮, ৫ সেপ্টেম্বর, ২০২১
মাদারীপুরের,শিবচর উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নিলখী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সিকদার।
হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যায় কবলিত কর্মহীন মানুষের বাড়ী ঘর পানিতে তলিয়ে যায়। দুযোগ পরিস্থিতি দিন দিন বেড়েই চলেছে এ সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন শিবচরের নিলখী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সিকদার।
রবিবার সকাল ১০টায় নিলখী ইউনিয়নের আমজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১০০জন বন্যায় কবলিত বিভিন্ন পেশার মানুষের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করেন।
উপকারভোগীরা জানান,বন্যায় আমাদের বাড়িঘর তলিয়ে গেছে আমাদের থাকা-খাওয়ার সমস্যা হচ্ছে। এ সময় আমাদের এ ১০কেজি করে চাল দেওয়াতে আমরা অনেকটা উপকৃত হয়েছি,বন্যার এ দুঃসময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার,তাকে অনেক ধন্যবাদ জানাই ।
এসময় আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও নিলখী ইউনিয়নের তদারকি কর্মকর্তা জনাব মিনহাজুর রহমান, নিলখী ইউনিয়ন পরিষদের কমকর্তা (সচিব) রমেজ মন্ডল নিলখী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কাজী মামুন, এস.এম.আফজাল হোসাইনসহ আরো অনেকেই।