ঢাকা (সকাল ১০:৪৫) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


শিবচ‌রে পুকু‌রে বিষ প্রয়োগ করে মাছ মারার অ‌ভি‌যোগ ভুক্ত‌ভোগীর

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock বৃহস্পতিবার দুপুর ০২:৩৫, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

মাদারীপু‌রের শিবচ‌রের কা‌দিরপু‌রে এক‌টি পুকু‌রের মাছ ম‌রে ভে‌সে উঠ‌ছে। গতকাল বুধবার সকা‌লে কা‌দিরপুর ইউ‌নিয়‌নের তা‌হের ফ‌কি‌রের কা‌ন্দি গ্রা‌মের খা‌লেক শ‌নির প‌ুকুর‌টি‌তে সিলভার কার্প, সৌল, সরপু‌টি, রুই, কাতলসহ প্রায় ১০ প্রকার মাছ ম‌রে ভে‌সে উঠে। রা‌তের আধা‌রে পুকু‌রে বিষ প্রয়োগ করা হ‌য়ে‌ছে ব‌লে ভুক্ত‌ভোগী অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন।

ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারী) খুব সকা‌লে খা‌লেক শ‌নির পুকু‌রে মৃত ও অর্ধ মৃত মাছ ভে‌সে উঠ‌তে দে‌খে এলাকাবাসী। প‌রে ভুক্ত‌ভোগী খা‌লেক শ‌নিকে খবর দেয় এলাকাবাসী। ভে‌সে ওঠা কিছু মাছ ফু‌লে ভে‌সে ও‌ঠে‌ছে। কে বা কারা ওই পুকু‌রে বিষ বা কিটনাশক জাতীয় পদার্থ ছি‌টি‌য়ে‌ছে ব‌লে এলাকাবাসীর ধারনা। প‌ুকুর‌টি‌তে সিলভার কার্প, সৌল, সরপু‌টি, রুই, কাতলসহ প্রায় ৪ লক্ষ টাকার মাছ ছিল।

ভ‌ুক্ত‌ভোগী খা‌লেক শ‌নি জানান, সকা‌লে প্রতি‌বেশীরা আমা‌কে খবর দি‌লে আ‌মি পুকুর পা‌ড়ে এ‌সে দে‌খি মাছ ম‌রে ম‌রে ভে‌সে উঠ‌ছে। প‌ুকুর‌টি‌তে প্রায় ৪ লক্ষ টাকার মাছ ছিল। রা‌তের আধা‌রে কে বা কারা আমার এই পুকু‌রে বিষ জাতীয় কিছু ছি‌টি‌য়ে‌ছে।

শিবচর থানা অ‌ফিসার ইনচার্জ মোঃ মিরাজ হো‌সেন ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হয়। এ ঘটনায় ক্ষ‌তিগ্রস্ত কেউ এখনও থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌নি। অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT