ঢাকা (বিকাল ৫:৪৭) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শিবচ‌রে অ‌গ্নিকা‌ন্ডে বসতঘরসহ দু‌টি ঘর পু‌ড়ে ছাই

মীর ইমরান-মাদারীপুর মীর ইমরান-মাদারীপুর Clock শনিবার রাত ১০:৪২, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

মাদারীপু‌রের শিবচরে বন্দরখোলা ইউনিয়নের রাজার চর মল্লিক কান্দি গ্রামে ভয়াবহ অ‌গ্নিকান্ডে বসতঘরসহ দু‌টি ঘর পু‌ড়ে ছাই।

আজ শ‌নিবার দুপু‌রে উপ‌জেলার রাজারচর গ্রা‌মের মাইনউদ্দিন বেপারীর বসতবা‌ড়ি‌তে এই অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে। অ‌গ্নিকা‌ন্ডে ১০লক্ষ টাকা ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে ভুক্ত‌ভোগী প‌রিবার জানান।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, আজ শ‌নিবার দুপু‌রে বৈদ‌্যু‌তিক শটসা‌র্কিট থে‌কে ব‌ন্দোর‌খোলা মাইন‌দ্দিন বেপারীর বসতঘ‌রে অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে। প্রায় ১ঘন্টা চেষ্টায় ফায়ার সা‌র্ভিস ও স্থানীয়রা আগুন নেভা‌তে সক্ষম হয়। অ‌গ্নিকা‌ন্ডে প্রায় ১০লক্ষ টাকার ক্ষ‌তি হয়।

ফায়ার সা‌র্ভিস ইনচার্জ ম‌জিবর রহমান জানান, অগ্নিকা‌ন্ডের খবর পে‌য়ে শিবচর ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থ‌লে গি‌য়ে স্থানীয়‌দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আ‌নে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT