শিবচরের বিকাশ প্রতারণার ফাঁদে শিক্ষার্থী
মীর এম ইমরান,মাদারীপুর রবিবার দুপুর ০৩:৩৫, ১৮ জুলাই, ২০২১
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরহামগঞ্জ কলেজের শিক্ষক পরিচয়ে দ্রত ফরম ফিলাপের কথা বলে ওই শিক্ষার্থীর কাছে বিকাশে টাকা চায় প্রতারক। প্রতারকের ছলনায় পরে, ওই শিক্ষার্থী নিজের মোবাইল নম্বরে ২৪হাজার ৫শত টাকা বিকাশ করেন এর আগে ঐ শিক্ষার্থীর মোবাইল বিকাশের গোপন তথ্য নিয়ে নেয় প্রতারক চক্র, পরবর্তীতে প্রতারক আরেকটি নগদ নম্বরে আরো ২৫ হাজার টাকা পাঠাতে বলেন। শিক্ষার্থীর অঙ্গভঙ্গি ও দ্রুততা দেখে বিকাশের দোকানদার ব্যাপারটি টের পেয়ে আগের পাঠানো ২৪হাজার ৫শত টাকা প্রদান করে পরবর্তীতে ২৫হাজার টাকা পাঠানোর কথা বলেন। দোকানদার ও ভুক্তভোগী শিক্ষার্থীর তর্কবির্তক শুরু হলে স্থানীয়রা জড়ো হয়।
এক পর্যায়ে স্থানীয় সংবাদিক ও সচেতন নাগরিক ওই শিক্ষার্থী প্রতারনার ফাঁদে পরার বিষয়টি বুঝতে পারেন। পরে ওই শিক্ষার্থীর অভিভাবক (বাবা) এসে বিকাশ দোকানদার কে ২৪হাজার ৫শত টাকা প্রদান করেন। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে কান্না জড়িত হয়ে ওই শিক্ষার্থী চলে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষার্থী শিবচর সরকারী বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী।
শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়টি ভুক্তভোগীর পক্ষ থেকে এখনও থানায় অভিযোগ দায়ের করেননি।