ঢাকা (রাত ১০:৫৯) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষার মানোন্নয়নে গৌরীপুরে ১৭৭টি বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার ১২:৩৮, ১৯ সেপ্টেম্বর, ২০২২

শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষে; ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বিদ্যালগুলোতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার একযোগে উপজেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির জন্য অভিভাবক এবং শিশুদের পুরস্কৃত করা হয়।

পৌর শহরের শেখ লেবু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও হাসান মারুফ।

তিনি বলেন; অভিভাবকগণ আর একটু সচেতন হলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক-এ ত্রিপক্ষীয় স্বদিচ্ছা ছাড়া শিশুদের পড়াশোনার মানোন্নয়ন সম্ভব নয়।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম প্রমুখ।

উপজেলার একাধিক প্রধান শিক্ষক বলেন, ইউএনও স্যারের নির্দেশনায় উপজেলা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এ ধরনের সমাবেশ আরো হওয়া প্রয়োজন। তাহলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT