ঢাকা (রাত ৯:৫৮) রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

শালমারা ইউপি’র উপনির্বাচনে আওয়ামীলীগ-বিএনপির প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমা বিজয়ী

তারেক আল মুরশিদ,গাইবান্ধা তারেক আল মুরশিদ,গাইবান্ধা Clock বৃহস্পতিবার রাত ০৯:৩৩, ২৯ অক্টোবর, ২০২০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আজ  ২৯ শে অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে স্বতন্ত্র প্রার্থী নাহিদা আক্তার রূমা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ডিতা করছেন। এর মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ রয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী শাহানা আকতার (নৌকা), বিএনপি’র প্রার্থী আবু তাহের শামীম মন্ডল (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী নাহিদা আকতার (রুমা) তালুকদার (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন।

এরমধ্যে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী নাহিদা আক্তার রূমা ৫ হাজার ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে  বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ানীলীগ মনোনীত প্রার্থী শাহানা আক্তার পেয়েছেন ৩ হাজার ৪৬৭ভোট ও বিএনপির মনোনীত প্রার্থী পেয়েছেন ৩ হাজার  ৩৩১ভোট।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ রায় জানিয়েছেন শান্তিপূর্ণভাবে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এ উপনির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয় এবং সার্বক্ষনিক টহলের জন্য বর্ডার গাড ও র‌্যাব নিয়োজিত ছিলো।

উল্লেখ্যঃ-অত্র ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আমীর হোসেন শামীম তালুকদার। নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে পরিষদের সদস্যরা অনাস্থা নিয়ে আসেন। পরে সেই অনাস্থা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হলে ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারীতে তাকে চেয়ারম্যান পদ থেকে  অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ শূন্য পদে শালমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছে।

তবে এ উপনির্বাচনে সেই আমির হোসেন শামীম তালুকদারের স্ত্রীই বেসরকারিভাবে নির্বাচিত হলেন।

 

 




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT