ঢাকা (বিকাল ৫:০১) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


লোহাগড়ায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock শুক্রবার ১২:০৮, ২৪ জুন, ২০২২

নড়াইলের লোহাগড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে, বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সূত্র জানায়, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায়, উপজেলাস্থ বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দলের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফয়জুল হক রোম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ একটি সুশৃংখল ও ঐক্যবদ্ধ বড় রাজনৈতিক দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলকে ক্ষমতায় নিতে আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ দেশ হিসাবে বিশ্ব দরবারে আমরা আজ পরিচিত। দেশের ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রাখতে ঐক্যবদ্ধভাবে তৃণমূল থেকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডঃ সৈয়দ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল কুিরম মুন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ইতনা ইউপি চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, মাসুদ পারভেজ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিকদার আজাদ রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সুলতান মাহমুদ বিপ্লব, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন প্রমুখ।

দিবসটি পালন উপলক্ষে কেক কাটাসহ শহরে একটি মিছিল বের হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT