ঢাকা (বিকাল ৪:০২) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

ইকবাল হাসান, নড়াইল ইকবাল হাসান, নড়াইল Clock শনিবার রাত ১০:০০, ২৬ অক্টোবর, ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

 

শনিবার (২৬ অক্টোবর) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। নির্বাচনে কাউন্সিলররা গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

ভোট গননা শেষে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ফলাফল ঘোষণা করেন।

 

এ সময় নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নির্বাচনে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আহাদুজ্জামান বাটু (চশমা প্রতিক), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী সুলতানুজ্জামান সেলিম (ছাতা প্রতিক), সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো : শাহ আলম শিকদার (টিউবওয়েল প্রতিক)।

 

এছাড়া পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো: মিলু শরীফ (দোয়াত-কলম প্রতিক), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: মশিয়ার রহমান সান্টু (মোমবাতি প্রতিক) এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এ সাইফুল্লাহ মামুন(মাছ প্রতিক)।

 

কাউন্সিলের প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তব্যে বলেন, নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করবার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলো। কিন্তু গনতন্ত্রের প্রতি মানুষের যে নিবেদন তারই স্বাক্ষ দিয়েছে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মানিত কাউন্সিলরবৃন্দ। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আপনারা যৌতিক গণতান্ত্রিক এই প্রক্রিয়া বেছে নিয়েছেন। যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের সকলকে এক কাতারে নিয়ে এসে ঐক্যবদ্ধ লোহাগড়া বিএনপি গঠনের জন্য তিনি বিজয়ী নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT