ঢাকা (দুপুর ২:৪৭) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


লোহাগড়ায় বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী সাচ্চু মিয়ার গণসংযোগ

ইকবাল হাসান, নড়াইল ইকবাল হাসান, নড়াইল Clock শনিবার রাত ০৮:৪১, ১৯ অক্টোবর, ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব সাচ্চু মিয়া শনিবার ভোটার, দলীয় নোতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেছেন।

 

জানা যায়, শনিবার সকালে আলহাজ্ব মোঃ সাচ্চু মিয়া প্রায় তিন শতাধীক মোটরসাইকেলযোগে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের নিয়ে লোহাগড়া, জয়পুর, শালনগর, নোয়াগ্রাম, লাহুড়িয়া, নলদী, লক্ষীপাশা, দিঘলিয়া, কোটাকোল, ইতনা, মল্লিকপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় গণসংযাগ করেন।

 

গণসংযোগকালে তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই সংগঠনের বর্তমান কান্ডারী জননেতা তারেক রহমান। তাঁর নেতৃত্বে দেশের মানুষের সঠিক সেবা ও উন্নয়ন সম্ভব। মানুষের অধিকার ফিরে পেতে তাই স্বচ্ছ রাজনীতিক দরকার। সন্ত্রাস, চাঁদাবাজী, অন্যায়-অত্যাচার মুক্ত সমাজ গড়তে প্রতিবাদী নেতা দরকার। আমি নির্বাচিত হলে এই সমাজকে সুষ্ঠু পরিবেশ দিতে পারবো বলে মনে করি। মানুষের অধিকার ফিরিয়ে দিতে কাজ করবো। লোভ-লালসার উর্দ্ধে থেকে মানুষের সেবা করবো। বিএনপির রাজনীতি তৃণমূলে সঠিকভাবে প্রতিষ্ঠার জন্য সেবক হয়ে কাজ করবো। স্বচ্ছতার কারনেই আজ আমি ভোটার সহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আপনাদের সন্তান, আপনাদেরই ভাই। মোটরসাইকেল প্রতিকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন আশা রাখি।

উল্লেখ্য, আলহাজ্ব মোঃ সাচ্চু মিয়া লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় এর ছাত্র সংসদের সাবেক নির্বাচিত  জি,এস (১৯৯১-১৯৯২) ছিলেন। লোহাগড়া উপজেলা যুবদল ও উপজেলা বিএনপির সদস্য ছিলেন। আগামী ২৬ অক্টোবর সম্মেলন অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT