ঢাকা (সকাল ১১:৩৩) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লোহাগড়ায় আ.লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন অধ্যক্ষ মোশাররফ হোসেন মোল্যা

ইকবাল হাসান ইকবাল হাসান Clock শনিবার বিকেল ০৫:২৯, ৫ অক্টোবর, ২০২৪

নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্যা।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্হানীয় আল্লাহ’র দান ক্লিনিকের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি পারিবারিক এবং শারীরিক সমস্যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে আমার কোন সম্পর্ক নাই এবং এই দলের বিভিন্ন পদ থেকে অব্যহতি নিলাম।

এখন থেকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ও মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

 

উল্লেখ্য, মোঃ মোশারফ হোসেন মোল্যা লোহাগড়া পৌর আওয়ামী লীগের সদস্য ও লোহাগড়া পৌর শাখা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক পদে ছিলেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল্লাহ’র দান ক্নিনিকের স্বত্বাধিকারী মো: গোলাম কিবরিয়া মোল্যাসহ প্রমূখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT