লালমনিরহাটে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারসহ ২ জন গ্রেপ্তার

মেঘনা নিউজ ডেস্ক
সোমবার রাত ০৯:০৪, ১ অক্টোবর, ২০১৮
ঈশাত জামান মুন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত) এর নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকষ টিম ০১/১০/১৮ তারিখ রাত্রিতে কালীগঞ্জ থানা ও আদিতমারী পুলিশের সহায়তায় আদিতমারী থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার সহ অটো ছিনতাইকারী আসামী- ১। নয়ন মিয়া(২৫), পিতা- মো: এমদাদুল হক ফাংফুং এনদা, ২। মো: মজমুল হক(৩০), পিতা- মো: আনছার আলী, উভয় সাং- মহিষখোচা, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট দ্বয়কে গ্রেফতার করেন।
