ঢাকা (বিকাল ৩:০০) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাত করলেন হুদা কমিশন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০১:০৪, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা। রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে প্রবেশ করেন তারা।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে বিদায়ী নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে যান। তার সঙ্গে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) করোনা আক্রান্ত হওয়ায় তিনি সাক্ষাতে যেতে পারেননি।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ চারজন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয় দেশের ১২তম নির্বাচন কমিশন। নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে আজ (১৪ ফেব্রুয়ারি) দায়িত্ব শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের। দায়িত্ব শেষ হওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে এটি ছিল বর্তমান কমিশনের বিদায়ী সাক্ষাৎ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT