ঢাকা (রাত ১০:৪৯) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রাজারহাটে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়

রমেশ চন্দ্র সরকার,রাজারহাট,কুড়িগ্রাম রমেশ চন্দ্র সরকার,রাজারহাট,কুড়িগ্রাম Clock বুধবার বিকেল ০৪:১১, ৩০ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারের মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিক্রয় করা হয়েছে ।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  এসব পণ্য বিক্রয় করা হয়।

পণ্য বিক্রয়ের খবর ছড়িয়ে পরলে শত শত মানুষ  পণ্য কিনতে ভীড় জমায় এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করে।

সরেজমিনে দেখা যায়  প্রতি কেজি চিনি-৫০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল-৮০ টাকা, প্রতি কেজি মশুর ডাল-৫০ এবং  প্রতি কেজি পিঁয়াজ- ৩০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। প্রতি প্যাকেজের মূল্য ৬৩০ টাকা। স্টক থাকা সাপেক্ষে এ পণ্য বিক্রয় করা হয়।

প্রসঙ্গত উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সময়ে ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয়ের খবর পাওয়া গেছে।

ন্যায্যমূল্যে পণ্য কিনতে পেরে অনেকে টিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT