যানজট যেন রাজধানীবাসীর নিত্য দিনের সাথী
নিজস্ব প্রতিনিধি বুধবার দুপুর ০২:২৩, ১৬ মার্চ, ২০২২
সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে ভয়াবহ যানজট। সড়কের দুই পাশে দীর্ঘ সারিতে আটকে রয়েছে কয়েকশ যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
দীর্ঘ সময়ের অপেক্ষা এবং তীব্র গরমের কারণে বাস, সিএনজিতে থাকা যাত্রীদের অবস্থা হয়ে উঠেছে দুর্বিষহ। সকালে যানজটের কারণে নির্ধারিত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে পৌঁছাতে না পারার অভিযোগ করেছেন অনেকে।
বাস চালকরা জানান, মহাখালীতে বাস মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন এবং সড়কের দুই পাশে বাস পার্কিং করে রাখায় বিমানবন্দরের পুরো সড়ক জুড়ে দেখা দিয়েছে যানজট। সে যানজট ছড়িয়ে পড়েছে কারওয়ান বাজার পর্যন্ত।
এছাড়াও সকালে জাহাঙ্গীর গেটেও যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে আটকে থাকতে হয় যাত্রীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে ট্রাফিক পুলিশ।
তারা জানান, মঙ্গলবার থেকে সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ায় সড়কে বেড়েছে গাড়ির চাপ।