ঢাকা (রাত ১১:০৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


যথাযথ মর্যাদায় মাদারীপুরে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:২৩, ১৭ মার্চ, ২০২২

নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরে পালিত হয়েছে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজারো বছরে শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

এছাড়াও মাদারীপুর সদর, কালকিনি, রাজৈর, ডাসার ও শিবচরে উপজেলাতেও দিবসটি পালন করেছে স্ব স্ব উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে সকালে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে নেতাকর্মীরা কেক কেটে দিবসটি পালন করেন। আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করে, এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা দিবেন করেন আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে জেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন ও জেলা পরিষদ।

পরে পর্যায়ক্রমে জেলা প্রশাসন, উপজেলা সরকারী কর্মকর্তা কর্মচারী, পুলিশ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেনী পেশা মানুষ শ্রদ্ধা জানান।

এরপর শিবচর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা শাজাহান মোল্লা, সহকারী কমিশনার ভূমি এম রকিবুল হাসান, শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, কৃষি কর্মকর্তা অনুপ রায় প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT