ঢাকা (ভোর ৫:২৭) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ময়মনসিংহে সাম্প্রদায়িকতা ও দুঃশাসন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার দুপুর ০১:০৮, ৩১ জুলাই, ২০২২

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির আয়োজনে সাম্প্রদায়িকতা ও দুঃশাসন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবি’র সভাপতি কমরেড এডভোকেট এমদাদুল হক মিল্লাত।

ময়মনসিংহ নগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড আল আমিন আহমেদ জুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শেখ বাহার মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মনিরা বেগম অণু, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড মোকসেদুর রহমান জুয়েল, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সাজেদা বেগম সাজু, কমরেড মোতাহার হোসেন, প্রবীণ নেত্রী ও সদস্য কমরেড ফেরদৌস আরা মাহমুদা হেলেন, প্রবীণ নেতা কমরেড তপন সাহা চৌধুরী প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, সাম্প্রদায়িক হামলার সঙ্গে সরকারি দলের অনেক নেতারা জড়িত, সরকার এই সমস্ত হামলার দায় এড়াতে পারেনা। দুঃশাসন চরম আকার ধারণ করেছে। এসব সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে ও দুঃশাসন এর বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে আহবান জানান ও ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহবান জানান তারা।

সমাবেশ থেকে একটি লাল পতাকার মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT