মেসি-সুয়ারেস যুগলবন্দিতে উড়ে গেল ওরল্যান্ডো
ক্রীড়া প্রতিবেদক রবিবার সকাল ১১:২০, ৩ মার্চ, ২০২৪
প্রথমার্ধে জোড়া গোল করে দলকে উড়ন্ত শুরু এনে দিলেন লুইস সুয়ারেস। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করলেন লিওনেল মেসি। তাদের যুগলবন্দিতে ফ্লোরিডা ডার্বিতে ওরল্যান্ড সিটিকে উড়িয়ে দিল ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে স্বাগতিক ওরল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দেয় ইন্টার। দলের জয়ে প্রথমার্ধে অন্য গোলটি করেন রবার্ট টেইলর।
মৌসুমে ৩ ম্যাচে মেসিদের এটি দ্বিতীয় জয়। আগের ম্যাচে মেসির শেষ সময়ের গোলে লস এঞ্জেল্স গ্যালাক্সির মাঠে ১-১ ড্র করেছিল মায়ামি। ৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে দলটি।
ম্যাচের চতুর্থ মিনিটে বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে হুলিয়ান গ্রেসেলকে বল বাড়ান সেমি। গ্রেসেলের আড়াআড়ি পাসে ডান পায়ের ওয়ান টাসে জাল খুঁজে নেন সুয়ারেস।
একাদশ মিনিটেও একই যুগলবন্দিতে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। জটলার মধ্যে বলের নিয়ন্ত্রণ নিয়ে হুলিয়ানকে বল বাড়িয়ে ঢুকে পড়েন সুয়ারেস। ফিরতি বল পেয়ে সহজেই ভ্যবধান দ্বিগুণ করেন উরুগুইয়ান তারকা।
ম্যাচের ২৯তম মিনিটে সুয়ারেজের পাস পেয়ে সম্ভবত ক্যারিয়ারের সহজতম গোলটি করেন টেইলর।
দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণের ধার বাড়ায় মায়ামি। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয় এসময়। ক্রসবারের বাধায় বাড়েনি ব্যবধান। ৫৭তম মিনিটে সেই আক্ষেপ দূর করেন মেসি। কাছ থেকে বল জালে জড়ান আর্জেন্টাইন মহাতারকা।
পাঁচ মিনিট পর ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে বাম প্রান্তে উঁচু আড়াআড়ি বল বাড়ান সুয়ারেস। সতীর্থ ও বন্ধুর মাপা বল পেয়ে হেডে বল জালে জড়াতে ভুল হয়নি মেসির।
এই গোলের পরেই তুলে নেওয়া হয় সুয়ারসেকে। মায়ামি সুযোগ পেলেও আর পায়নি জালের দেখা।
বল দখলে এগিয়ে থেকে গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল ওরল্যান্ডো। কিন্তু জালের দেখা পায়নি স্বাগতিকরা। মৌসুমে এ নিয়ে নিজেদের দুই ম্যাচেই হারল তারা।
বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।