মেজর (অব.) সুমনের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল
হোসাইন মোহাম্মদ দিদার
সোমবার রাত ১১:০২, ৬ অক্টোবর, ২০২৫
দাউদকান্দি উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দাউদকান্দি পৌরসভা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার (৬ আগষ্ট) বিকালে পৌরসভা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মেজর (অব.) মোহাম্মদ আলীকে গতকাল রোববার দিবাগত রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামী হওয়ায় গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
এদিকে তার গ্রেফতারের খবরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা দৃষ্টান্তমূলক বিচার চেয়ে আজ বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সদস্য সচিব কাউসার আলম সরকার।
বক্তব্যে বিএনপি নেতারা মেজর(অব.) মোহাম্মদ আলীর দৃষ্টান্তমূলজ শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, মেজর (অব.) মোহাম্মদ আলী কুমিল্লা-১ আসনের সাবেক সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূৃঁইয়ার জেষ্ঠ্য পু্ত্র। তার বিরুদ্ধে গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত থাকার কারণে মামলা একাধিক হত্যা হয়।


