ঢাকা (সন্ধ্যা ৬:৪০) বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনার যুবদলের বহিস্কৃত নেতা জালালের শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বুধবার রাত ০৯:০৭, ২১ আগস্ট, ২০২৪

দাউদকান্দি পৌরসভা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় দাউদকান্দি পৌরবাজারে এই বিক্ষোভ মিছিল ও বিএনপির স্থানীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এতে প্রতিবাদ সভায় মেঘনার সাবেক বহিস্কৃত যুবদল নেতা জালাল উদ্দীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মেঘনার বিএনপির প্রতি আহ্বান জানান।

জানা যায়, মেঘনার উপজেলার অধ্যাপক সেলিম ভূঁইয়ার অনুসারী জালাল উদ্দীন মেঘনা বিএনপির এক সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনকে জড়িয়ে উদ্দেশ্যে প্রণোদিত ও হেয় প্রতিপন্ন করে একটি বক্তব্য দেন। বক্তব্যটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মেঘনা, দাউদকান্দি, তিতাস ও হোমনা বিএনপির বিএনপির নেতাকর্মীরা ক্ষোভে ফুসে ওঠে। কেউ ফেসবুকে নিন্দা জানিয়ে ঐ বহিস্কৃত যুবদল নেতাকে ধিক্কার জানান।ঐ বক্তব্যের নিন্দা জানিয়ে পোস্ট দিতে গেছে দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমানসহ আরো অনেককেই।

 

এরই প্রতিবাদ জানিয়ে পৌরসভা বিএনপির নেতাকর্মীরা ঐ বক্তব্যের নিন্দা জানান। আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরবাজার প্রদক্ষিণ করে।

 

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, সাংগঠনিক সম্পাদক খন্দকার বিল্লাল হোসেন সুমন, পৌরসভা যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান, যুবদল নেতা মধু সরকার, স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার হুমায়ুন, সদর উত্তর ইউনিয়নের বিএনপির সদস্য সচিব মো. মহসিন আহমেদ, ছাত্রদল নেতা রানা সরকার, রোমান মিয়াজি, শান্ত আহমেদ, শ্রমিক দল নেতা গিয়াসউদ্দিন প্রমুখ।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT