ঢাকা (রাত ১১:০৯) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মুক্তিযোদ্ধা রইছ উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock বুধবার রাত ১০:০২, ২৬ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে বীরমুক্তিযোদ্ধা রইছ উদ্দিন তালুকদারকে (৭৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার বাদ যোহর উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে সদ্য প্রয়াত এই বীরমুক্তিযোদ্ধার জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয় ।
এর আগে জানাযা শেষে  উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
বীরমুক্তিযোদ্ধা রইছ উদ্দিনের বাড়ি  উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। (২৫ অক্টোবর)  মঙ্গলবার দিবাগত দিবাগত রাতে এই বীরমুক্তিযোদ্ধা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT