ঢাকা (রাত ২:৩১) শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত Meghna News যুবলীগ নেতার নেতৃত্বে ভাই-ভাতিজাকে কুপিয়ে যখম Meghna News চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় অলংকারসহ আটক-১

মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ভারতকে হারিয়ে স্বর্নপদক বাংলাদেশের

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock রবিবার রাত ০৯:৪৬, ৪ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশ-ভারত মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় স্বর্নপদক অর্জন করেন ময়মনসিংহের গৌরীপুরের রায়হান উদ্দিন ফকির। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ক্রীড়া)। গত শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১০০ মিটার হার্ডেলস এ প্রথম স্থান (স্বর্নপদক), ১০০ মিটার স্প্রিন্টে তৃতীয় স্থান এবং উচ্চ লাফ এ প্রথম স্থান (স্বর্নপদক) অর্জন করেছেন।

রায়হান উদ্দিন ফকির

রায়হান উদ্দিন ফকির

রায়হান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর গ্রামের মৃত আবদুল হাকিম ফকির ও রেজিয়া খাতুন দম্পতির সন্তান। রায়হান অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নকালেই স্কুল পর্যায়ে উপজেলায় দৌড়, লংজাম্প ও হাইজাম্পে ১১ বার চ্যাম্পিয়ন হন। পরবর্তী সময়ে শাহ্গঞ্জ উচ্চ বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সুনাম অর্জন করেন। ১৯৮৭ ও ৮৮ সালে দুবার আন্ত:জেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় হাইজাম্প, লংজাম্প ও ১০০ মিটারে দৌড়ে প্রথম স্থান অর্জন করেন রায়হান। এরপর ঢাকা বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হন তিনি। ২০১৮ সালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের মধ্যে আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় একককে চ্যাম্পিয়ন ও দ্বৈতে রানারআপ হন তিনি।

জানা গেছে, চাকুরী জীবনের প্রথম ধাপে শিক্ষক থাকাকালীন সময়ে তিনি সার্কেল অ্যাডজুট্যান্ট হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। খেলাধূলার প্রতি তাঁর বিশেষ আগ্রহ ও ক্রীড়া সূলভ মনোভাবের কারণে তাকে এ বাহিনীতে সার্কেল অ্যাডজুট্যান্ট (ক্রীড়া ও সংস্কৃতি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি তাঁর মেধা, মননশীলতা ও যোগ্যতাদ্বারা ক্রীড়া দলে সাফল্য অর্জনে বিশেষ ভূমিকা রাখেন যা প্রশংসার দাবি রাখেন। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য পদোন্নতি প্রাপ্ত হয়ে তিনি পুণরায় সহকারী পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রীড়া দল’-এর ৫২ (বায়ান্ন)টি টীম রয়েছে। তিনি প্রতিটি টীমের টীম ম্যানেজারের দায়িত্ব অতি সুনিপুনভাবে পালন করে আসছেন। তার নেতৃত্বে এ বাহিনী সর্বশেষ বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এ ৫ম বারে মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

রায়হান উদ্দিন ফকির জানান, তিনি একজন বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তা হয়েও অদম্য ইচ্ছাশক্তি ও মনোবলের কারণে তিনি জাতীয় মাস্টার্স এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০১৬ সালে অংশগ্রহণ করে ২টি স্বর্ণ ও ১টি রৌপ্য এবং ২০১৮ সালে ১টি স্বর্ণ, ২টি রৌপ্য পদক অর্জন করে এ বাহিনীর সম্মান বয়ে চলেছেন, যা ভবিষ্যত খেলোয়াড়দের প্রেরণা যোগাবে।

তিনি বলেন, ‘দেশের হয়ে খেলে পদক অর্জন করা আমার জন্য গৌরবের। আমার এ অর্জনের জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ।’

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, উনার এ অর্জন গৌরীপুর তথা দেশের সুনাম কুঁড়িয়ে এনেছে ও ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জ্বীবিত করবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT