ঢাকা (সন্ধ্যা ৭:৩০) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মাদারীপুর কারাগারে এক হাজতির মৃত্যু

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock সোমবার রাত ০৮:৩৬, ৫ এপ্রিল, ২০২১

মাদারীপুরে চুরি মামলার এক আসামি হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮ঃ২০মিনিটের দিকে জেলা কারাগার থেকে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পর আয়নাল শেখ নামের এক হাজতির মৃত্যু হয়ছে। জেল কারাগার কর্তৃপক্ষের দাবি,সে স্ট্রোক করে মারা গেছে।

মাদারীপুর জেলা কারাগারের জেলার মোঃ নজরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাজৈর উপজেলায় একটি বাড়িতে চুরির ঘটনায় গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের নুরুল শেখের ছেলে আয়নাল শেখকে (২৬) গত ২০ ডিসেম্বর আদালতের মাধ্যমে হাজতে রাখা হয়। রবিবার রাত ৪টার দিকে হঠাৎ আয়নাল শেখ বুকে হাত দিয়ে চিৎকার করতে থাকে। এসময় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে সদর হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়।মৃতদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে নেয়া হয়েছে।

তবে হাজতির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। তারা এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মনে করছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT