ঢাকা (রাত ২:৪৩) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় আহত এশিয়ান টিভির জেলা প্রতিনিধি

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock মঙ্গলবার রাত ১০:৩৪, ২২ মার্চ, ২০২২

মঙ্গলবার সকাল ৯টার সময় মাদারীপুর আছমত আলী খান সেতুর টোল প্লাজায় এশিয়ায় টিভির জেলা প্রতিনিধি ও মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন খানের উপর অতর্কিত হামলা চালায় কিছু দুষ্কৃত সন্ত্রাসী বাহিনী।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণের সহযোগিতায় প্রথমে সাংবাদিক মোঃ মাসুদ হোসেন খানকে মাদারীপুর পানিছত্র কে আই হাসপাতালে নিয়ে আসা হলে পরবর্তীতে সাংবাদিকদের সহায়তায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাংবাদিক মোঃ মাসুদ হোসেন খান কাছে হামলার বিষয়ে জানতে চাইলে সাংবাদিক মাসুদ হোসেন খান জানান, আমি পেশাগত কাজে শিবচরের উদ্দেশ্যে যাওয়ার পাথে হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার উপরে হামলা করে কয়েকজন সন্ত্রাসী।

মাসুদ হোসেন খান জানান, যারা আমার উপর হামলা করেছে তাদের মাঝে একজনকে আমি চিনি এবং তাদের সাথে আমার পূর্ব শত্রুতা রয়েছে।

আহত অবস্থায় সাংবাদিক মোঃ মাসুদ হোসেন খান ভর্তি রয়েছে মাদারীপুর সদর হাসপাতালে।

এ বিষয়ে মাদারীপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত সাংবাদিক মোঃ মাসুদ হোসেন খান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT