ঢাকা (সকাল ১০:২৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মাদারীপুরে রা‌তের আধা‌রে অসহায় কৃষ‌কের বা‌ড়িতে হামলা ভাঙচুর

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock রবিবার রাত ১১:১৫, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

মাদারীপু‌রের শিবচ‌রে ভান্ডারীকা‌ন্দি‌ ইউ‌নিয়‌নের খালাসী কা‌ন্দি গ্রা‌মে আ‌ধিপত‌্য বিস্তার ও পূর্বশত্রুতার জে‌রে কৃষক টুটুল মোল্লার বা‌ড়ি‌তে হামলা, ভাঙচুরের ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় ৫জন আহত হয়। ভুক্ত‌ভোগীদের অ‌ভি‌যোগ এ সকল হামলা ও ভাঙচু‌র চা‌লি‌য়ে‌ছে ভান্ডারীকা‌ন্দি ইউ‌নিয়‌নের ৪নং ওয়া‌র্ডের মেম্ব‌ার জুনা‌য়েদ চোকদারের নেতৃ‌ত্বে একদল সন্ত্রাসী ।
একই সময় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপ‌তি রুহুল দরানীর বা‌ড়ি‌তে হামলা চালায় অ‌ভিযুক্তরা।
ভুক্ত‌ভোগী প‌রিবা‌রের লোকজন জানান, জুনা‌য়েদ চোকদার নবনির্বাচিত ইউ‌পি সদস‌্য হওয়ার পর থে‌কেই এলাকায় ব‌্যাপক ত্রাস শুরু ক‌রে। ঘর থে‌কে বের হ‌তে হ‌লেও ওই ওর্য়াড মেম্বা‌রের অনুম‌তি নি‌য়ে বের হ‌তে হ‌বে। না হ‌লে এলাকায় থাকা যা‌বে না। তার কথা ম‌তো না চল‌লে রাস্তায় ভ‌্যান চালা‌তে, দোকান খুলতে দি‌বে না। আমা‌দের একটা অপরাধ নির্বাচ‌নের সময় আমরা জুনা‌য়েদ চোকদা‌রের বিপ‌ক্ষের প্রার্থীর নির্বাচন ক‌রে‌ছি।

একই ইউ‌নিয়‌নের বা‌সিন্দা শ‌হিদুল ইসলাম জানান, আ‌মি প্রবা‌সে থা‌কি। কিছু‌দিন যাবৎ দে‌শে এ‌সে‌ছি সী‌মিত ছু‌টি নি‌য়ে। ক‌রোনার কার‌নে ছোটপ‌রিস‌রে আ‌য়োজ‌নের মাধ‌্যমে আ‌মি বি‌য়ে ক‌রে‌ছি। আমার ভাই ভা‌তিজারা জোনা‌য়েদ এর বিপ‌ক্ষে নির্বাচন ক‌রে‌ছি‌লো। এখন নতুন বৌ নি‌য়ে জোনা‌য়েদ চোকদার আমা‌কে বা‌ড়ি‌তে উঠ‌তে দি‌চ্ছে না।একজন ওয়ার্ড মেম্বার হ‌য়ে মানু‌ষের সা‌থে এরকম আচরন মো‌টেও কাম‌্য নয়।

নাম প্রকা‌শে অনইচ্ছুক একজন জানান, অ‌ভিযুক্ত জোনা‌য়েদ চোকদার মাদক সেবন ও বি‌ক্রির সা‌থে জ‌ড়িত। এলাকায় ব‌্যাপক ত্রাস চালা‌চ্ছে ওই ইউ‌পি সদস‌্য। এলাকার নিরীহ মানু‌ষের উপর নির্যাতন চালা‌চ্ছে জোনা‌য়েদ চোকদার। আর এর প্রতিবাদ কর‌তে গে‌লেই রা‌তের আধা‌রে হামলা কর‌ছে প্রতিবাদকারীর বসতবা‌ড়ি‌তে। চেয়ারম‌্যান এর কা‌ছে বিচার দি‌লে কর‌ছি কর‌বো ব‌লে দায়সারা বক্তব‌্য দি‌চ্ছে।

ওর্য়াড আওয়ামী লী‌গের সভাপ‌তি রুহুল দরানী ব‌লেন, জোনা‌য়েদ চোকদার খুবই উশৃংখল প্রকৃ‌তির লোক, সে বিএনপি নেতা, আমরা আওয়ামী পরিবারের লোক হয়েও তার কাছে জিম্মি। তাকে আশ্রয় প্রশ্রয়দাতা আমাদেরই আওয়ামী লীগের লোকজন। অসহায় ও গরীব মানু‌ষের উপর নির্যাতন চালা‌চ্ছে। আমরা প্রতিবাদ কর‌লে আমা‌দের সা‌থেও বেয়াদবী কর‌ছে। আমার বা‌ড়ি‌তেও হামলা চা‌লি‌য়ে দরজা জানালা ভাঙচুর ক‌রে‌ছে জোনা‌য়েদ ও তার লোকজন।

ভান্ডারী কা‌ন্দি ইউ‌পি চেয়ারম‌্যান আঃ কালাম চোকদার ব‌লেন, হামলার বিষয়‌টি জানার পর আ‌মি ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছি। ভুক্ত‌ভোগীর ঘ‌রে ভাঙচুর করা হ‌য়ে‌ছে। ত‌বে কারা ক‌রে‌ছে সেটা বল‌তে পা‌রিনা। জোনা‌য়ে‌দের সা‌থে ভুক্ত‌ভোগী‌দের সা‌থে নির্বাচ‌নের পর থে‌কে মনমা‌লিন‌্যতা ছি‌লো। স্থানীয়ভাবে মিমাংসার ব‌্যাপা‌রে দিন ধার্য হ‌য়ে‌ছে। আমরা বিষয়‌টি নি‌য়ে মিমাংসা ক‌রে দি‌বো।

তার(‌চেয়ারম‌্যান) কা‌ছে সাংবা‌দিকরা জান‌তে চান যে, তার আশ্রয়প্রশ্রয় পে‌য়েই জোনা‌য়েদ চোকদার এলাকায় নানা রকম অপকর্ম কর‌ছে কিনা? এমন প্রশ্নের উত্ত‌রে তি‌নি কোন সন্তুষজনক ব‌্যাখ‌্যা দি‌তে পা‌রেন নি। ইউপি সদস‌্য জোনায়েদ চৌকিদারের সাথে মোবাইলে বার বার সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT