মাদারীপুরে ভাঙ্গনের কবলে দিশেহারা এলাকাবাসী
মীর এম ইমরান,মাদারীপুর
বুধবার বিকেল ০৪:১৫, ২৮ জুলাই, ২০২১
মাদারীপুরে ভাঙ্গনের কবলে পড়েছে রাস্তাঘাট, বাড়িঘরসহ প্রায় অর্ধশত বিঘা ফসলি জমি। ভাঙ্গনের হুমকিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, বসতবাড়ি, মসজিদ ও কবরস্থানসহ হাটবাজার। ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলাসহ দ্রুত বেরিবাঁধের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

ভাঙ্গন কবলিত সাধারণ মানুষ বলেন, ভাঙ্গনের তীব্রতা অব্যাহত থাকলে ঝুঁকিতে থাকবে বহেরাতলা বাজার, স্কুল-কলেজ, কলাতলা বাজার, রাস্তাঘাটসহ ১০টি গ্রাম হুমকিতে পরবে। প্রায় অর্ধশত বিঘা ফসলি জমি ইতোপূর্বেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ওই জমিগুলোতে ধান, পাট, মেস্তা, আখসহ বিভিন্ন ফসল ফলানো হয়েছিল। ভাঙ্গনকবলিতরা দাবী করেন যাতে অতি দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের। পাশাপাশি এলাকায় দ্রুত বেরিবাঁধ নির্মানের জোর দাবী জানান।


