ঢাকা (রাত ২:৪০) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মাদারীপুরে বেপরোয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাইক্রোবাসের ধাক্কায় তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock বৃহস্পতিবার রাত ১১:৫৪, ২৪ মার্চ, ২০২২

মাদারীপুরে বেপরোয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানে থাকা আয়েশা খাতুন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

এ সময় আহত হয় ভ্যানচালক বাবা জাহাঙ্গীর মাতুব্বর ও ৪ বছরের ভাই রাফফান।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌরসভার পানিছত্র-চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, নিজ বাড়ি মহিষেরচর থেকে ছোই ছেলে রাফফান ও মেয়ে আয়েশাকে নিয়ে বাবা জাহাঙ্গীর মাতুব্বর তার ভ্যানে চরে জাগরণী ফাউন্ডেশন পরিচালিত স্কুলে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মাদারীপুর শহরগামী একটি মাদারীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাইক্রোবাস পেছন থেকে তাদের ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যান উল্টে আয়েশা, ভ্যানচালক বাবা জাহাঙ্গীর ও সাথে থাকা ৪ বছরের রাফফান গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আয়েশা। অবস্থার অবনতি হলে রাফফানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করে চিকিৎসক।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, গুরুতর অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসার কিছু সময় পর মারা যায় আয়েশা। এছাড়া তার ভাইকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল প্রেরণ করা হয়েছে, তবে বাবা শঙ্কামুক্ত।

এদিকে মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে কোন মামলা হয়নি এখনো, তবে নিহতের পরিবার মামলা দায়ের করলে মামলা নেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT