ঢাকা (রাত ৯:০৯) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মধ্যনগরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock মঙ্গলবার ১২:৩৬, ৬ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী গ্রামের বাসিন্দা সাজাপ্রাপ্ত পলাতক আসামি; ফজল হক (৬০) ও একই উপজেলার নবাবপুর গ্রামের বাসিন্দা সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আলী (৫০)-কে গ্রেফতার করা হয়েছে।

ররিবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট শহরের শাহপরাণ থানা এলাকা থেকে ফজল হককে এবং সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে।

মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফজল হকের বিরুদ্ধে ১৯৯৯ সালে মধ্যনগর থানায় এবং টাকা আত্মসাতের ঘটনায় ২০১৮ সালে মোহাম্মদ আলীর বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতের একটি মামলা হয়।

ডাকাতির মামলায় আদালত ফজল হককে চার বছরের কারাদণ্ড এবং টাকা আত্মসাতের মামলায় মোহাম্মদ আলীকে ছয় মাসের কারাদণ্ড দেন।

মধ্যনগর থানার ওসি মো.জাহিদুল হক বলেন, ওই দুজনকে সোমবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT