ঢাকা (রাত ১:১৯) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মধ্যনগরে চোলাই মদসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock বুধবার রাত ০৮:০০, ২১ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারি গ্রামের নিজ বাড়ির উঠান থেকে চোলাই মদসহ; সতীশ সাংমা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক বলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারি গ্রামের মাদকব্যবসায়ী সতীশ সাংমা মঙ্গলবার সন্ধ্যায় দুই লিটার ওজনের পাঁচটি পানীয় বোতলের মধ্যে ১০ লিটার চোলাই মদ নিয়ে অন্যত্র বিক্রি করতে যাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন সন্ধ্যা ছয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT