ঢাকা (রাত ১২:২৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ০২:১২, ১০ সেপ্টেম্বর, ২০২২

ভোলায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ফারদিন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন।

নিহত ফারদিন ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা পুলিশ কর্মকতা মো. হোসেন ছেলে। সে ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

নিহত ফারদিনের ফুফাতো ভাই বলেন, স্কুল বন্ধ থাকায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় ফারদিন। বন্ধুরা সদর হাসপাতালে নিয়ে আসলে খবর পেয়ে সেখানে দেখতে যাই। আশংকাজনক অবস্থায় ভোলা হাসপাতাল থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, সেখান থেকে ঢাকা নেয়ার পথে মাদারিপুরের কাছাকাছি গেলে তার মৃত্যু হয়।

ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের ইনচার্জ মো. মামুন জানান, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ফারদিন ও রোহানসহ তিন মোটরসাইকেল দুর্ঘটনার রোগী আসলে; হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এদিকে ফারদিনের মৃত্যুর সংবাদের কথা শুনে তার আত্মীয়-স্বজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT