ঢাকা (ভোর ৫:৩০) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলায় পুলিশের গুলিতে নিহতের ঘটনায় কুড়িগ্রামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ভোলায় পুলিশের গুলিতে নিহতের ঘটনায় কুড়িগ্রামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। ছবিঃ সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি।
ভোলায় পুলিশের গুলিতে নিহতের ঘটনায় কুড়িগ্রামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। ছবিঃ সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি।

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:০৭, ২২ অক্টোবর, ২০১৯

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: ভোলায় মহানবী (স:) সম্পর্কে কু-রুচিপূর্ণ কুটুক্তি ও অশালীন ভাষায় গালিগালাজ করা ও পুলিশের গুলিতে নিহতদের বিচারের দাবীতে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের শহীদ মিনার এলাকায় কুড়িগ্রাম জেলা তৌহিদী জনতার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা মুফতী আব্দুল হান্নান কাশেমী, মাওলানা ফরিদ উদ্দিন, আব্দুর রহিম, ইব্রাহিম আলী প্রমুখ।

বক্তারা বলেন, ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে আল্লাহ্ ও মহানবী (স:) কে নিয়ে কুটুক্তীকারী হিন্দু বিপ্লব চন্দ্র সুভোর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও পুলিশের গুলিতে নিহতদের ক্ষতিপুরণসহ আহতদের সুচিকিৎসাসহ গুলি করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানান বক্তারা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT