ঢাকা (বিকাল ৩:০৫) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১ মোটরসাইকেল চালক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বুধবার ১২:৪২, ২৮ সেপ্টেম্বর, ২০২২

ভোলার চরফ্যাশনে এক কিশোরী (১৪)-কে ধর্ষণের অভিযোগে; আল আমিন (২৭) নামের এক মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের ওই ভিক্টিমের মা মোসাঃ নুর নাহার বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রধান আসামী আলামিনকে আটক করে চরফ্যাশন আদালতে সোপর্দ করেছেন।

আটককৃত আলামিন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের পুর্ব মাদ্রাজ গ্রামের হারুন চৌকিদারের ছেলে। সে পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার ভিক্টিম কিশোরী তার মামাতো বোনসহ আল আমিনের ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে; তাদের আত্মীয়ের বাড়ি থেকে উপজেলার মোহাম্মদপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা ঘনিয়ে এলে চালক আলামিন পথের মধ্যে তাদেরকে উত্ত্যক্ত শুরু করে এবং কু-প্রস্তাব দেন। মোটরসাইকেলটি সুইজ গেইট এলাকায় আসলে তাদের দুজনকে মোটরসাইকেল থেকে নামিয়ে টানা হেঁচড়া করতে থাকেন।

ভয়ে আতস্কিত হয়ে ভিক্টিম কিশোরী ও তার মামাতো বোন দুজন দুদিকে ছুটে যান। এসময় অভিযুক্ত মোটরসাইকেল চালক আলামিন ভিক্টিমকে দৌড়ে ঝাপটে ধরে বেড়ি বাধেঁর ঢালে বাবলা গাছের ঝোপের ভিতর নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে তার সাথে থাকা মামাতো বোন বিষয়টি স্থানীয়দের জানান।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে ধর্ষক আলামিন টের পেয়ে; ভিক্টিমকে বনের মধ্যেই ফেলে রেখে পালিয়ে যান। ভিক্টিম কিশোরী বাড়িতে গিয়ে ঘটনাটি তার মা ও পরিবারের সদস্যদের জানান। পরে মঙ্গলবার তার মা বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই কিশোরীর মা মোসাঃ নুর নাহার বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত মোটরসাইকেল চালক আল আমিনকে আটক করে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে।

আদালত জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। ভিক্টিম তরুনীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT