ঢাকা (রাত ৮:১৩) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলার চরফ্যাশনে ৭ কেজি গাঁজাসহ তিন যুবক আটক

কামরুজ্জামান শাহীন কামরুজ্জামান শাহীন Clock বৃহস্পতিবার রাত ০৯:৪৮, ২৪ আগস্ট, ২০২৩

ভোলার চরফ্যাশনে ৭ কেজি গাঁজাসহ মো. মনির দালাল (২৮) মো. মুশফিকুল আলম রাফি পাটোয়ারী (২৭) ও মো. ইলিয়াছ হাওলাদার (৩০) নামের তিন যুবককে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার দুপুরে তাদেরকে চরফ্যাশন আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডের বিএড কলেজের ভিতরের ভবনের প‚র্ব পার্শ্বে দেওয়াল সংলগ্ন মাঠ থেকে তাদের আটক করা হয়।

 

আটক মো. মনির দালাল চরফ্যাশন পৌরসভা ৪ নং ওয়ার্ডের মো. রাজ্জাক দালালের ছেলে, মো. মুশফিকুল আলম রাফি পাটোয়ারী ওসমানগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মো.জানে আলম মামুনের ছেলে ও মো. ইলিয়াছ হাওলাদার ২ নং ওয়ার্ড হালিমাবাদের মো. নাছির হাওলাদারের ছেলে। পুলিশ জানিয়েছেন তারা মাদক ব্যবসার সাথে সক্রিয় ভাবে জড়িত।

 

চরফ্যাশন থানার অফিসার ইন-চার্জ মো. মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানা পুলিশের একটি চৌকস টিম চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে বিএড কলেজের ভিতরের ভবনের প‚র্ব পার্শ্বে দেওয়াল সংলগ্ন মাঠ থেকে মো. মনির দালাল, মো. মুশফিকুল আলম রাফি পাটোয়ারী ও মো. ইলিয়াছ হাওলাদার নামের তিন যুবককে ৭ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

 

তাদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন আদালতে সোর্পদ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT