ঢাকা (সন্ধ্যা ৬:৩৩) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস খাদে, পথচারী নিহত, আহত ২০

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস খাদে, পথচারী নিহত, আহত ২০

কামরুজ্জামান শাহীন কামরুজ্জামান শাহীন Clock সোমবার সন্ধ্যা ০৬:৩০, ১৭ জুলাই, ২০২৩

ভোলার চরফ্যাশনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে কালু খাঁ (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এসময় বাসে থাকা আরও ২০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু খাঁ চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত আবুল হোসেন খাঁর ছেলে।
আহতদের মধ্যে ১১ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানাযায়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে আবির এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস দক্ষিণ আইচা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি কাশেমগঞ্জ বাজারের উত্তর পাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়।

এসময় সড়কের পাশে থাকা কালু খাঁ নামের এক পথচারী বাস চাপায় নিহত হয় এবং বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত পথচারী কালু খাঁকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও এ কর্মকর্তা জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT