ঢাকা (ভোর ৫:১৮) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock বুধবার বিকেল ০৫:১৩, ২৭ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জণ ও অসহযোগ আন্দোলন বাস্তবায়নে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন পেশাজীবী মানুষ ও পথচারীদের মাঝে ভোট বর্জণের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়।

 

এ সময় শিবগঞ্জ পৌর এলাকার বাগানটুলি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব মো. শাহজাহান মিঞার নেতৃত্বে বিএনপির একটি দল শিবগঞ্জ বাজার, পৌর মার্কেট, কুমারপাড়া, স্বর্ণকার পট্টি ও মনাকষা মোড়সহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক

প্রদক্ষিণ করে বিক্ষাভ মিছিল করে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করে। পরে বাজারের পৌর মার্কেট মোড়ে সংক্ষিপ্ত পথসভা করে নির্বাচন বর্জনের আহ্বান

জানানো হয়।

 

পথ সভায় বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব মো. শাহজাহান মিঞা সরকারের প্রতি হুঁশিয়ারী দিয়ে বলেন, বারবার গায়েবী মামলা করে বিএনপি’র অনেক নেতাকর্মীকে অন্যায়ভাবে আটক করে কারাগারে রাখা রয়েছে। অনেকে মামলার ভয়ে হাটে মাঠে ঘাটে বাগানে রাত্রি যাপন করছে। এটা জেলার নেতাকর্মীদের ওপর নির্যাতন। আর তাই সকলে একত্রিত হয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়অ হবে বলে তিনি হুঁশিয়ারী দেন।

 

তিনি আরো বলেন, ভোটের নামে এটা কলঙ্ক। ভোটের নামে নাটক করা হচ্ছে। আর তাই নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও হয়রানীর কারণে শিবগঞ্জ উপজেলাবাসীকে ভাগাভাগির নাটকীয় ভোট কেন্দ্রে অংশগ্রহণ না করার জন্য আহ্বান জানান তিনি।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, শিবগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আহমেদ বাবুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এদিকে একই দাবীতে লিফলেট বিতরণ ও পথসভা করেছে জেলা বিএনপি। সকালে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী

দল-বিএনপি’র যুগ্ম মহাসচিব মো. হারুন অর রশিদের নেতৃত্বে পৌর এলাকার ফুড অফিস মোড়, নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট ও সেন্টু মার্কেট এলাকায়

নির্বাচন বর্জণের লিফলেট বিতরণ করেন জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা এবং বিএনপি নেতা নজরুল ইসলাম ও আহসান হাবিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT