ঢাকা (রাত ৩:২৭) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে এক ভারতীয় নিহত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার সকাল ১০:৪১, ২৯ অক্টোবর, ২০১৯

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে।

সোমবার সকালে ভূরুঙ্গামারীর বাঁশজানি সীমান্তে (ভারতের দীঘলটারী) ৯৭৫নং মেইন পিলার এবং ৮ ও ৯ নং সাব পিলারের জিরো পয়েন্টে এক যুবকের গুলিবিদ্ধ লাশ ও বাংলাদেশী সীমান্তের অভ্যন্তরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একটি বাছুর গরু পড়ে থাকতে দেখে স্থানীয়রা।  এসময় সীমান্তে বিএসএফের টহল জোরদার দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা ময়দান বিজিবিকে খবর দিলে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে। নিহত ব্যক্তি বাংলাদেশী না ভারতীয় তা নিয়ে কিছুটা বিপাকে পড়ে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী। পরে বিএসএফ লাশটি ভারতীয় নাগরিকের বলে সনাক্ত করে।

লাশটি সীমান্তের নিকটবর্তী দীঘলটারী গ্রামের মানিক শেখের পুত্র আখেরুল শেখের (১৮) বলে নিশ্চিত করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। পরে ভারতীয় পুলিশ লাশটি নিয়ে যায়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT