ঢাকা (বিকাল ৫:৩৭) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূরুঙ্গামারীর বাগভান্ডার আদর্শ পাঠাগারের এক দশক পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ১১:৩৯, ৮ মার্চ, ২০২০

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  ‘এসো সবাই বই পড়ি,জ্ঞানের আলোয় দেশ গড়ি’ এই  স্লোগানকে কন্ঠে ধারণ করে নানা আয়েজনের মধ্য দিয়ে ভূরুঙ্গামারী বাগভান্ডার আদর্শ পাঠাগারের গৌরবের একদশক পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।
উদযাপন উপলক্ষে রবিবার সকালে পাঠাগার থেকে একটি বর্ণিল আনন্দ
শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রায় পাঠাগারের প্রায় চার শতাধিক সদস্য,
বিভিন্ন পেশাজীবী,গুণীজন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ
গ্রহণ করে। তাদের পদচারণায় পাঠাগারটি মিলন মেলায় পরিণত হয়।
একদশক পূতি উপলক্ষে পাঠাগারটিকে বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত
করা হয়। দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা ও উৎসব পতাকা
উত্তোলন, পাঠাগারের নবীন-প্রবীণ সদস্যদের স্মৃতিচারণ এবং মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য
আছলাম হোসেন সওদাগর, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেঈজী, সাবেক
চীফ ইঞ্জিনিয়ার বিএডিসি ইয়াছিন আলী সরকার, ইউ’পি
চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল
উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা,পাঠাগার সাধারণ
সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ। সভাপতিত্ব করেন পাঠাগার
সভাপতি পশির উদ্দিন আহমেদ, একদশক পূর্তি উদযাপন কমিটির
আহŸায়ক ছিলেন ফজলুল হক সরকার। উল্লেখ্য,এই অঞ্চলের ছেলেমেয়েদের বই
পড়ার মধ্য দিয়েই মাদকাক্তের কবল থেকে তাদের দুরে সরিয়ে রাখতে ২০০৯
সালে পাঠাগারটি স্থাপিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT