ঢাকা (রাত ৪:৪২) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভুয়া ঋণ দেয়ার কথা বলে অর্থ আদায়, ভ্রাম্যমান আদালতে প্রতারকের সাজা

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock শনিবার বিকেল ০৫:৫০, ৮ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের ‘একটি বাড়ী, একটি খামার’ প্রকল্পের ভুয়া ঋণ দেয়ার কথা বলে অর্থ আদায় করেছে মোস্তাকিম হোসেন নাজমূল (৩০) নামের এক প্রতারক। গৌরীপুর পৌরসভার চকপাড়া এলাকায় এ ঘটনার সময় তাকে পুলিশ গ্রেফতার করে। পরে তাকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

ভ্রাম্যামান আদালতের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
প্রতারক মোস্তাকিম কুমিল্লা জেলার আখাউড়া থানার রাজাপুর গ্রামের মৃত জমির হোসেনের ছেলে।

ভ্রাম্যমান আদালতসূত্রে জানা গেছে, শনিবার দিন সকালে পৌরসভার চকপাড়া এলাকায় লক্ষ লক্ষ টাকা ঋণ দেয়ার আশ্বাসে ১৬টি পরিবারের কাছ থেকে আশি টাকা করে অর্থ আদায় করে প্রতারক। পরে ওয়ার্ড কাউন্সিলরকে অবহিত করা হলে এসআই সফিকুল ইসলাম ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে প্রতারক মোস্তাকিমকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা জরিমানা আদায় করেছে।

ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুর রউফ মোস্তাকিম বলেন, প্রতারককে ধরে পুলিশের ভ্রাম্যমান আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারায় মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করায় তাকে এ সাজা দেয়া হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT