ঢাকা (রাত ৯:৩৮) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বড়লেখার লাতু বিজিবি ক্যাম্পের নেতৃত্বে অবৈধ ভারতীয় ১৫টি মহিষ আটক

ইবাদুর রহমান জাকির,সিলেট ইবাদুর রহমান জাকির,সিলেট Clock রবিবার রাত ১০:৩৮, ৮ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০ লাখ টাকার ১৫টি অবৈধ ভারতীয় মহিষ আটক করেছে। রোববার বিকেলে বিজিবি জব্দ মহিষগুলো কাস্টমসে জমা দিয়েছে। চোরকারবারীরা উপজেলার বোবারথল সীমান্ত দিয়ে মহিষগুলো ভারত থেকে পাচার করেছিল।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সীমান্ত এলাকায় লাতু কোম্পানী কমান্ডার হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। বিজিবি বোবারথল সীমান্তের মেইন পিলার পিলার ১৩৮০/৩-এস হতে ১৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বড়লেখা উপজেলার দক্ষিণ-পশ্চিম মাঝগান্দাই নামক স্থান থেকে ১৫টি অবৈধ ভারতীয় মহিষ আটক করে। তবে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, বিজিবি শনিবার রাতে বড়লেখা পৌরসভা এলাকার রেলওয়ে যুবকসংঘ মাঠ এলাকা থেকে ভারতীয় অবৈধ মহিষগুলো আটক করে লাতু ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, গোপন তথ্যে বিজিবি’র লাতু কোম্পানীর টহল দল ১৫টি অবৈধ ভারতীয় মহিষ আটক করেছে। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। রোববার বিকেলে জব্দ মহিষগুলো কাস্টমসে জমা দেয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT