ঢাকা (রাত ১০:৫১) শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

বেড়েই চলছে খেলাপি ঋণের পরিমাণ

<script>” title=”<script>


<script>

বকেয়া কিস্তি পরিশোধে ছাড় এবং পুনঃতফসিলের সুযোগ দিয়েও কাজ হচ্ছে না। গত ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, জুন শেষে মোট খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ২৭৫ কোটি টাকা। গত মার্চে যার পরিমাণ ছিল ১ লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে খেলাপির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১১ হাজার ৮১৬ কোটি টাকা।

শুধু টাকার অঙ্কে নয়, শতকরা হিসাবেও খেলাপি বেড়েছে। গত জুন শেষে অনাদায়ী এ ঋণের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৬ শতাংশ। মার্চে যা ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ।

গত ১৮ জুলাই ঋণ পুনঃতফসিলে ব্যবসায়ীদের বড় ছাড় দিয়ে নতুন নীতিমালা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। সেসময় পরিশোধের সময়সীমা বাড়ানোসহ নগদ এককালীন জমা দেয়ার হার কমানো হয়।

পরে ৩ আগস্ট সংশোধনী দিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলারে ঋণ খেলাপিদের আরও ছাড় দেয়া হয়। অনাদায়ী ঋণ কমানোই ছিল এসবের মূখ্য উদ্দেশ্য।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT