ঢাকা (দুপুর ১:০২) শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : মির্জা ফখরুল Meghna News হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৮-এর ঘরে Meghna News চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিষ্ফোরণে সুরুজ আহত, পলাতক পরিবার Meghna News ফিফা র‌্যাংকিংয়ে লম্বা লাফ সাফজয়ী নারীদের Meghna News বুদ্ধিজীবী কবরস্থানে মানুষের ঢল Meghna News চাঁপাইনবাবগঞ্জের পার্কে মিলল নিখোঁজ মাদ্রাসা শিশু শিক্ষার্থীরা Meghna News পিটিআইয়ের সঙ্গে সংলাপে বসছে সরকার, থামবে কি রাজনৈতিক অস্থিরতা? Meghna News সীমান্ত এলাকায় আরাকান আর্মি, কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে? Meghna News লোহাগড়াস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন Meghna News বাংলাদেশ ব্যাংকে সরকারের হস্তক্ষেপ বন্ধ চায় আইএমএফ

Join Bangladesh Navy


বিএনপি বিভক্তের রাজনীতি করে না, এই দেশ সকলের : ড. মারুফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার বিকেল ০৫:১৬, ৩ অক্টোবর, ২০২৪

ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন—এই দেশ ছোট -বড়, ধনী- গরীব, মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান সকলের।

 

তিনি আরও বলেন, সম্প্রতি, সৌহার্দ্য আর শান্তিপূর্ণ পরিবেশ গড়তে আমাদের জাতীয়তাবাদী বিএনপির সরকার কখনও কোনো প্রভেদ গড়েনি, আগামীতেও গড়বে না। বিএনপির সরকার থাকাকালে এই দেশে শান্তি পরিবেশ সন্তোষজনক ছিলো।

 

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে খন্দকার মারুফ হোসেন বলেন, সংখ্যা লঘু শব্দটি আওয়ামী লীগের অভিধানে শব্দ। এই শব্দ আওয়ামী লীগ ব্যবহার করে আপনাদের বিভক্ত করে রেখেছে।

দেশবাসীর আশা ভরসার প্রতীক দেশ নায়ক তারেক রহমান সংখ্যা লঘু শব্দটি চিরতরে মুছে দিয়েছেন। আপনাদেরকে আমরা এই দেশে সংখ্যা লঘু হিসেবে পরিচয়ে দেখি না, আমরা দেখি আপনারা এই দেশের নাগরিক। সকল নাগরিকদের সমান সুযোগ সুবিধা নিয়ে বাঁচতে পারে এই লক্ষ্যে বিএনপি রাজনীতির মাধ্যমে কাজ করে যাবে।

 

ড. মারুফ বলেন, আপনাদের এই শারদীয় দূর্গোৎসব ঘিরে একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করবে, আপনারা সজাগ থাকবেন। আমরা আপনাদের পাশে আছি। কেউ যদি ষড়যন্ত্র করতে চায় তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

 

শ্রী শ্রী দুর্গা পূজা উপলক্ষে দাউদকান্দি পৌরসভার সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

 

বৃহস্পতিবার( ৩ অক্টোবর) বিকাল ৩টায় পৌরসভা মারুফ ভিলায় পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন— পূজা উদযাপন কমিটির সভাপতি, অশোক সাহা।

সভায় আরও বক্তব্য রাখেন— পূজা উদযাপন কমিটির সদস্য সচিব প্রাণ কৃষ্ণ আচার্য,

উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, সহ-সভাপতি জসিমউদদীন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, কামাল হোসেন,সালাউদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক,

কুমিল্লা উত্তর জেলা যুবদলের আহ্বায়ক ভিপি শাহাবুদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, কাউন্সিলর সালাউদ্দিন সরকার, কাউন্সিলর দেলোয়ার হোসেন, কাউন্সিলর শামীম দর্জি,উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, স্বেচ্ছাসেবক দলের নেতা জামালউদ্দিন মোল্লা, খন্দকার হুমায়ুন,

সদর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মহসিন আহম্মেদ প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT