ঢাকা (বিকাল ৫:২৫) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বাংলাবাজার-শিমুলীয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock বুধবার দুপুর ০২:২১, ১১ আগস্ট, ২০২১

সরকারী বেসরকারী অফিস খুলে দেওয়ার ঘোষনায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় পড়েছে। হাজার হাজার যাত্রী ঢাকা কর্মস্থলের দিকে ফিরতে শুরু করেছে। লঞ্চ চলাচল শুরু হওয়ায় লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে। ফেরিতে যাত্রী চাপ কিছুটা কমেছে। হালকা যানবাহন নিয়ে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল করছে। বেলা বাড়ার সাথে সাথেই যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে।

আজ ১১ই আগস্ট থেকে সব সরকারি বেসরকারি অফিস খুলে দেয়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বাংলাবাজার নৌরুটে সকাল থেকেই যাত্রীরা আসতে শুরু করেছে। লঞ্চ চলাচল শুরু হওয়ায় লঞ্চ ঘাটে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে।তবে ঘাট এলাকায় স্বাস্থ্যবিধি মানার তেমন কোন লক্ষন নেই। আজ প্রথমদিনে যাত্রী চাপ থাকায় ও অর্ধেক গনপরিবহন চলাচলের অযুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে কয়েকগুন ভাড়া নেওয়ার অভিযোগ বাস ও মাইক্রোবাস চালকদের বিরুদ্ধে।

তবে লঞ্চ ঘাটের সরেজমিনে দেখা গেছে ভিন্ন্য চিত্র কোন লঞ্চে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি ও শারীরিক দূরত্ব,গাদাগাদি করেই নেওয়া হচ্ছে যাত্রী।

লঞ্চ ঘাট কর্তৃপক্ষ জানান, লঞ্চে ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে যাত্রীদের সতর্ক করে দেওয়া হচ্ছে।

বাংলাবাজার ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানান, আমরা অগ্রাধিকার ভিত্তিতে জরুরী পরিবহন এম্বুলেন্স, লাশবাহী এম্বুলেন্স পারাপার করছি। ফেরিগুলো হালকা যানবাহন নিয়ে পারাপার করা হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT