ঢাকা (বিকাল ৫:১০) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বর্তমান সরকার গঠনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নাগরপুরে এমপি টিটুর মতবিনিময়

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock বৃহস্পতিবার রাত ১১:৩৮, ৭ জানুয়ারী, ২০২১

বর্তমান সরকার গঠনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় জনগনের সাথে উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার সকালে উপজেলার গয়হাটা মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ কামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর এর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও মেয়র জামিরুল রহমান মিরন, সদস্য  দাউদুল ইসলাম দাউদ, দেলদুয়ার উপজেলা  আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, এ কে এম কামরুজ্জামান মনি, বাবু গোপাল চন্দ্র সাহা, যুগ্ন সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম খান অপু, সাবেক জি এস জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য শাহ্ আলম মিয়া সহ ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা।

এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলালীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT