ঢাকা (সন্ধ্যা ৬:০৫) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ভূমিহীন আন্দোলন নামে ভূয়া এনজিও’র প্রতারক পরিচালক গ্রেফতার

আটককৃত প্রতারক
আটককৃত প্রতারক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১০:১৪, ৯ মার্চ, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভূমিহীন আন্দোলন নামে ভূয়া এনজিও’র  পরিচালক শহিদুল ইসলাম (৩২)কে স্থানীয়রা আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে।আটক শহিদুল নাগেশ্বরী উপজেলার আজমাতা গ্রামের আবুল হোসেনের ছেলে।

                                                                               

জানা যায়, গত রোববার(০৮ মার্চ) রাতে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাংলা বাজার এলাকায় জমি বরাদ্দ দেয়ার নামে ভূমিহীন লোকজনকে সদস্য বানিয়ে প্রতি জনের নিকট একশত টাকা আদায় করে শহিদুল। এভাবে ওই এলাকার ১৭ জন লোকের কাছে ১৭’শ টাকা আদায় করেন।স্থানীয় লোকজনের মনে সন্দেহ সৃষ্টি হলে তারা শহিদুলকে আটক করে পুলিশে সোর্পদ করে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজিব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ওই এনজিও’র কাগজপত্র দেখতে চাইলে রেজিষ্ট্রেশন নম্বর বিহীন কিছু সদস্য ভর্তি ফরম ও নিজের ছবি সম্বলিত একটি পোষ্টার ছাড়া বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় প্রতারক শহিদুল।সোমবার (৯ মার্চ) তার বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT