ঢাকা (রাত ১১:৪১) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


প্রতিপক্ষকে ফাঁসাতে অনুসারীর স্ত্রীকে হত্যা, ইউপি মেম্বারসহ আটক ২

প্রতিপক্ষকে ফাঁসাতে অনুসারীর স্ত্রীকে হত্যা, ইউপি মেম্বারসহ আটক ২

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock সোমবার সকাল ১১:০১, ২৬ ডিসেম্বর, ২০২২

ভোলার চরফ্যাশনে জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের অনুসারীর স্ত্রীকে খুন করতে গত ২৯ নভেম্বর ঢাকা থেকে আনা ভাড়াটিয়া কিলার দিয়ে মুজিব নগর ইউনিয়নের মেম্বার আবদুল মালেক।

স্ত্রী মুকুল বেগম খুনের ২৫ দিন পর শনিবার পুলিশ অভিযুক্ত আবদুল মালেক মেম্বার ও তার সহযোগি আবদুল মান্নানকে গ্রেপ্তারের পর এ চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসে। খুনের সাথে জড়িত বাকীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

গতকাল শনিবার সন্ধায় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম নিজ কার্যালয় সংবাদ সম্মেলনে এসব তথ্য সাংবাদিকদের জানান।

পুলিশ সুপার বলেন, চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের শিকদার চরে জমি নিয়ে আবদুল মালেক ও আসলাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষকে ফাঁসাতে ইউপি মেম্বার আবদুল মালেক তার অনুসারী মো. বাচ্চু মেলকারের স্ত্রী মুকুল বেগমকে খুন করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঢাকার ট্রাক ড্রাইভার ইব্রাহিমকে ১০ একর জমি দেয়ার চুক্তিতে তাকে ভাড়া করা হয়। চলতি বছরের ২৯ নভেম্বর রাতে ট্রলারযোগে আবদুল মালেকের অনুসারী জসিম, আবদুল মান্নান, রফিক ও ভাড়াটিয়া খুনি ইব্রাহিম ওই চরে গিয়ে মুকুল বেগমকে খুন করে। ইব্রাহিম ও আবদুল মান্নান সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং বাকীরা তাদের সহযোগিতা করে। ঘটনার রাতে নিহত মুকুল বেগমের স্বামী মো. বাচ্চু মেলকারকে জেলা সদরে মামলার হাজিরা দেওয়ার মিথ্যা কথা বলে আবদুল মালেক মেম্বার তার বাড়িতে আটকে রাখেন।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম আরো জানান, পরিকল্পনা অনুযায় হত্যাকারীরা মুকুল বেগমকে খুন করে। নিহত মুকুলের সাথে থাকা তার বোন বকুল বেগমকে হত্যার জন্য আঘাত করে কিন্তু সে বেঁচে যায়। দুই আসামীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। বাদী জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT