ভোলায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ
কামরুজ্জামান শাহীন,ভোলা মঙ্গলবার রাত ১১:২৭, ৮ মার্চ, ২০২২
গত বুধবার (২ মার্চ) দৈনিক টি-টিভি অনলাইন নিউজ ডটকমসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ‘চরফ্যাশনের শশীভূষণে বিধবার বাগান বাড়ি জবর দখলের পায়তারার অভিযোগ ভূমিদস্যু সিরাজের বিরুদ্ধে’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমার বিরুদ্ধে আলী মিয়ার সাড়ে ১৭ শতাংশ জমির সুপারী বাগান দখলের পায়তারার অভিযোগ করা হয়েছে। যা সত্য নয়।
মুলতঃ এসএ ১৭৮ খতিয়ানের বিভিন্ন দাগে সবুরা খাতুন ১ একর ১৫ শতাংশ জমির মুলমালিক। ওই জমির মূল মালিক সবুরা খাতুন থেকে ১৯৮৭ ইং সালে এওয়াজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আব্দুর কাদেরের স্ত্রী মোসা: নুরবানু ২৩ শতাংশ জমি খরিদ করেন। যার দলিল নং ২০২৩। মোসা: নুরবানুর কাছ থেকে আমি ২০০৯ সালে ১৫ শতাংশ জমি খরিদ করি এবং ভোগ দখলে আছি। যার দলিল নং ২৮৫৮। পাশাপাশি প্রতিপক্ষ আলী সবুরা খাতুন থেকে ১৯৮৭ সালে সাড়ে ১৭ শতাংশ জমি ক্রয় করেন। ভোগ দখলে আছেন। আলী গংরা নিজেদের ক্রয়কৃত জমিতে ভোগ দখলে আছে। পাশাপাশি আমিও আমার ক্রয়কৃত জমিতে ভোগ দখলে আছি। কিন্তু আলী গংরা আমার দখলীয় জমি জবরদখল করতে চায়। উল্টো আমার বিরুদ্ধে জবরদখলের মিথ্যা অভিযোগ তুলছে।
প্রকৃত সত্য গোপন করে সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে আমাকে সামাজিক ভাবে হেয় পতিপন্নের উদ্দেশ্যে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা আদৌ সত্য নয়। আমি এমন অহেতুক, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মো. সিরাজ পিং আব্দুর বারেক, সাং ৭ নং ওয়ার্ড এওয়াজপুর,শশীভুষণ, চরফ্যাশন, ভোলা