পিপিই ছাড়াই চিকিৎসা, করোনা ঝুঁকিতে সাতক্ষীরা’র গ্রাম ডাক্তারগণ
মোঃ কামরুজ্জামান সোমবার সন্ধ্যা ০৭:৩৭, ৪ মে, ২০২০
আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ করোনা ভাইরাস এর আতঙ্কের কারণে সাতক্ষীরা জেলাব্যাপী সরকারি, বেসরকারি, প্রাইভেট, ক্লিনিক গুলিতে যেখানে সাধারণ রোগী দেখা বন্ধ করে দিয়েছে। সেখানে সাতক্ষীরা জেলার গ্রাম ডাক্তাররা (আরএমপি) ঝুঁকি নিয়ে নিয়মিত গ্রামের সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। করোনা ভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ছাড়াই রোগীদের সেবা দিয়ে আসছেন তাঁরা। এতে করে চিকিৎসক, রোগীসহ সাধারণ মানুষ করোনা ঝুঁকিতে রয়েছে বলে প্রতিয়মান।
সরেজমিনে সাতক্ষীরা সদর উপজেলার পৌরসভার অন্তগত কাটিয়া ঝুটিতলা মোড়ে যেয়ে দেখা যায়, সেখানকার পল্লী চিকিৎসক আসাদুজ্জামান রাজু (পিপিই) ছাড়াই চিকিৎসা দিচ্ছেন রুগীদের। তার চেম্বারে আরও কয়েকজন জন রোগী রয়েছেন চিকিৎসাসেবা নেয়ার জন্য। তারা চেম্বার কক্ষেই বসে আছেন।
এসময় তার সাথে কথা বললে তিনি বলেন, চেম্বার ছাড়াও বাড়িতে বাড়িতে যেয়ে রুগী দেখতে হয় আমাকে। গড়ে প্রতিদিন ২০ জনের মতো বিভিন্ন রোগে আক্রান্ত রুগীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আসছি। সরকার বা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে কোনো সহায়তা সুরক্ষা উপকরণ ( পিপিই) না পাওয়ার কথাও জানান তিনি।
এব্যাপারে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক জৈনক ডাঃ এর সাথে আলাপকালে তিনি বলেন করোনা ভাইরাস ঝুঁকিতে রয়েছে জেলার প্রায় তিন হাজার গ্রাম ডাক্তার। তিনি আরো বলেন জেলার শতকরা ৮০ জন রুগীকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে থাকে আমাদের গ্রাম ডাক্তারা। করোনা মোকাবেলায় সরকার ও স্বাস্থ্য বিভাগ আমাদের গ্রাম ডাক্তারদের দিকে নজর রাখছে না। আমাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় আহবান জানাচ্ছি। কারণ এখন গ্রাম অঞ্চলের বেশিরভাগ রোগীরই জ্বর, ঠান্ডা, কাশিসহ করোনা উপসর্গ রয়েছে।
তবে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পক্ষ থেকে সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চিকিৎসা সেবা প্রদানের কথা বলা হয়েছে। এছাড়া করোনা আতঙ্কে হাসপাতালে রোগীর সংখ্যা কমে যাওয়ায় বেশিরভাগ রোগীই চিকিৎসা নিতে ভিড় করছেন পল্লী চিকিৎসকদের কাছে।
করোনার কারণে লকডাউন থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের লোকজন এখন গ্রামের বাড়িতে অবস্থান করছেন। এ কারণে গ্রামের চিকিৎসকদের রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। অথচ গ্রাম ডাক্তারগণ করোনাকে মোকাবেলা করছে ব্যক্তি সুরক্ষা উপকরণ (পিপিই) ছাড়াই? তাদের দাবি অনতিবিলম্ব তাদের (পিপিই) সহ সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হোক।