ঢাকা (ভোর ৫:৩৮) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলে মোবাইল সাংবাদিকতাসহ শিশু ও নারী বিষয়ক সাংবাদিকতার প্রশিক্ষণ সমাপ্ত

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock বুধবার বিকেল ০৫:১১, ৩১ মার্চ, ২০২১

নড়াইলে ‘মোবাইল সাংবাদিকতা বিষয়ক” এবং ” শিশু ও নারী বিষয়ক” সাংবাদিকতার প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। সার্কিট হাউজ মিলনায়তনে সোমবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টায় মোবাইল সাংবাদিকতা বিষয়ক” প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে গত ২৭ মার্চ সকালে তিনদিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফখরুল হাসান, প্রশিক্ষণের সমন্বয়কারী পিআইবি’র কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম সৈকত, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুসহ বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক। আয়োজকরা জানান, নড়াইলে প্রথম মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ চালু করা হয়েছে।

এদিকে, পিআইবি’র আয়োজনে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে গত রোববার দুইদিনব্যাপী ‘নারী ও শিশু বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ’ শেষ হয়েছে। এখানে ৩০ জন নারী ও পুরুষ সংবাদকর্মী অংশগ্রহণ করেন। পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এসময় পিআইবির সহকারী প্রশিক্ষক বারেক হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নড়াইলেই প্রথম পিআইবির আয়োজনে ‘মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ এর সূচনা হলো। বর্তমান সময়ে মোবাইল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নড়াইল জেলার সাংবাদিকরা প্রশিক্ষণ নিতে পেরে ব্যাপক উপকৃত হয়েছেন। অনুষ্ঠানে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ের সাংবাদিকতা ”মোবাইল সাংবাদিকতা” নির্ভর হয়ে পড়ছে। দিনদিন এর চাহিদা বা প্রয়োজনীয়তা বাড়ছে। দ্রুত ঘটনাস্থল থেকে সংবাদ লেখা ও প্রেরণ মোবাইল সাংবাদিকতার মাধ্যমেই সম্ভব। প্রযুক্তি অনেক এগিয়েছে। আমাদের সাংবাদিকদের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় জেলা পর্যায়ে আমরা মোবাইল সাংবাদিকতা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। সাংবাদিকদের সাংবাদিকতার মান উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। সাংবাদিকরা সমাজের কাছে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ দ্রুত সবার কাছে পৌঁছাতে হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT